Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতার বিশ্বকাপের পুরস্কার মূল্য জানলে অবাক হবেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ৫:২০ পিএম

টি-২০ বিশ্বকাপ অতীত। দুনিয়াজুড়ে এখন শুধুই চর্চায় কাতার বিশ্বকাপ। দ্য বিগেস্ট শো অন আর্থ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনার পারদ চড়ছে চড়চড় করে। বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা বিতর্ক, সমালোচনাকে দূরে রেখে প্রিয় তারকাদের দুরন্ত পারফরম্যান্স দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ২০ নভেম্বর থেকে রাত জাগার পালা শুরু। এবারের বিশ্বযুদ্ধে অংশ নিয়েছে মোট ৩২টি দল। সকলকে পিছনে ফেলে কে পাবে সেরার শিরোপা? কে বিশ্বজয় করবে? কত পুরস্কার অর্থই বা পাবে সেই দল। মেগা টুর্নামেন্টের প্রাক্কালে সেসবই আলোচনার কেন্দ্রে। খেলার ফলাফল জানতে চোখ থাকবে টিভির পর্দায়। তবে তার আগে চলুন জেনে নেয়া যাক টুর্নামেন্টের পুরস্কার অর্থের খুঁটিনাটি।

এবারের বিশ্বকাপে মোট ৪৪ কোটি ডলার (বাংলাদেশী মুদ্রায় আনুমানিক ৪,৬৫৪ কোটি টাকা) পুরস্কার মূল্য দেয়া হবে ফিফার তরফে। ২০১৮ সালের তুলনায় যা প্রায় ৪ কোটি ডলার বেশি। ২০১৪ বিশ্বকাপে পুরস্কার অর্থ ছিল ৩৫ কোটি ৮০ লক্ষ ডলার। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে যোগ দেওয়া প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাবে।

যে দলগুলি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে, তাদের জন্য মাথা পিছু পুরস্কার মূল্য ৯০ লক্ষ ডলার অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ৯৬ কোটি টাকা। প্রি-কোয়ার্টার ফাইনাল বা শেষ ষোলোয় পৌঁছলে দলগুলি পাবে ১ কোটি ৩০ লক্ষ ডলার (১৩৮ কোটি টাকা)। শেষ আটে ওঠা দলগুলি পেয়ে যাবে ১ কোটি ৭০ লক্ষ ডলার বা ১৮০ কোটি টাকা। চতুর্থ স্থানাধিকারী দলের হাতে ফিফা তুলে দেবে ২৫ মিলিয়ন ডলার বা ২৬৫ কোটি টাকা। তৃতীয় স্থানে শেষ করা দল পাবে ২ কোটি ৭০ লক্ষ ডলার বা ২৮৬ কোটি টাকা। রানার্স আপ অর্থাৎ ফাইনালে যে দল হারবে, তারা বাড়ি নিয়ে যাবে ৩০ মিলিয়ন ডলার অর্থাৎ ৩১৮ কোটি টাকা। আর বিশ্বজয়ী দলের হাতে উঠবে ৪ কোটি ২০ লক্ষ ডলার বা ৪৪৪ কোটি টাকা পাবে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলার। ফাইনালে পরাজিত ক্রোয়েশিয়া পায় ২ কোটি ৮০ লক্ষ ডলার। অর্থাৎ এই পুরস্কার অর্থের কাছে অলিম্পিক, ক্রিকেট বিশ্বকাপ নেহাতই শিশু। কাতারে যে টাকার ছড়াছড়ি, তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্র: ন্যাশনাল ওয়ার্ল্ড।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ