Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোল্যান্ডে আঘাত করা মিসাইলটি ইউক্রেনেরই ছিল : ন্যাটো মহাসচিব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ১০:১৬ এএম

পোল্যান্ডে আঘাত হানা মিসাইলটি ইউক্রেনেরই ছিল। তবে রুশ হামলা ঠেকাতে গিয়েই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বুধবার এমন দাবি করেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। খবর বার্তা সংস্থা এপির।
ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে সংবাদ সম্মেলনে রাশিয়াকে দোষারোপ করে ন্যাটো মহাসচিব বলেন, পোল্যান্ডে ছোড়া মিসাইলটি সম্ভবত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারই অংশ ছিল।
কিন্তু মস্কো টানা ক্ষেপণাস্ত্র হামলা না চালালে এমন কিছু ঘটতো না। এ ঘটনার তদন্ত চলছে। এ সময় ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানান তিনি। বলেন, কিয়েভকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ন্যাটো।
উল্লেখ্য, গত মঙ্গলবার ইন্দোনেশিয়ায় জি টোয়েন্টি সম্মেলনে যখন বিশ্বনেতারা উপস্থিত, তখনই পোল্যান্ডের একটি গ্রামে মিসাইলের আঘাতে মৃত্যু হয় ২ জনের। এই ঘটনায় এখনও পরস্পরকে দোষারোপ করছে রাশিয়া-ইউক্রেন। সূত্র : এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ