Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নির্যাতন বন্ধে ইউরোপীয় পার্লামেন্টের আহ্বান

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিলম্বে হলেও রোহিঙ্গা নির্যাতন ইস্যু নিয়ে এবার মুখ খুলল ইউরোপ। এমন অমানবিক নিপীড়নের প্রতিবাদে বিশ্ব বিবেক জেগে উঠছে। তাই দেখা যাচ্ছে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দমন-পীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। ওই পার্লামেন্টের সদস্যরা গত বৃহস্পতিবার এক প্রস্তাব অনুমোদন করে মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির প্রতি রোহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের প্রতি বিদ্বেষী আচরণ বন্ধ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অপরাধ পরিচালনাকারীদের দায়মুক্তির আইন বাতিল করতে হবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে বলা হয়েছে, উগ্র বৌদ্ধ গোষ্ঠীগুলো রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে প্রচ- ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে তা অবসানের জন্য মিয়ানমার সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে এই জনগোষ্ঠী তাদের নাগরিক অধিকারগুলো ফিরে পায়। এ ছাড়া, যতদিন মিয়ানমার পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বহিষ্কার না করতে ঢাকার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ