মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নর্দমার খালে পড়ে যাওয়া এক নারীকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের পাঁচ সদস্য। স¤প্রতি ভারতের গুজরাটে এ ঘটনা ঘটে। কুচ জেলা পুলিশের বরাত দিয়ে এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে ওই নারী খালে পানি আনতে গিয়ে পড়ে যান। ভারতীয় একাধিক গনমাধ্যম সূত্রে জানা যায়, ইতিমধ্যে ওই নারীকে উদ্ধার করতে গিয়ে খালে পড়ে প্রাণ হারানো একই পরিবারের পাঁচ সদস্যের দেহ উদ্ধার করেছে পুলিশ কুচ জেলা পুলিশ কর্মকর্তা এএনআইকে বলেন, ওই নারীকে খালে ডুবতে দেখে তারা পাঁচ জনই তাকে বাঁচাতে খালে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তারা তাকে উদ্ধারে ব্যর্থ হয়। এক পর্যায়ে তারাও পানিতে ডুবে যায়। তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। মূলত নর্দমার খাল দিয়ে সর্দার সারোভার ড্যাম থেকে গুজরাট ও রাজস্থানের মধ্যে পানির সরবরাহ করা হয়। এর সঙ্গে মূল খালের দৈর্ঘ্য ৫৩২ কিলোমিটার। যার মধ্যে ৪৫৮ কিলোমিটার গুজরাটের মধ্যে এবং বাকী ৭৪ কিলোমিটার রাজস্থানের মধে্যুলই খালটি নিয়ে অনেক প্রতিবেদনে বলা হয়েছে এর দুই পাড় এতটাই পিচ্ছিল এবং পানির স্রোত এত বেশি যে ভালো মানের একজন সাঁতারুর পক্ষেও এখানে সাঁতার কাটা কঠিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।