Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড্ডা দেয়ার চুক্তিতে বিয়ে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সত্যজিতের ‘অপুর সংসার’ ছবিতে অপর্ণা তার স্বামীকে এক মধুর শর্ত দিয়েছিলেন। সদ্য বিবাহিত দম্পতির মধ্যে সেই মধুর শর্তের স্মৃতি রোম্যান্স হিসাবে আজও বাঙালির নস্ট্যালজিয়ার সঙ্গী।
কিন্তু ভারতের কেরালা রাজ্যে এক নববধূ তার স্বামীকে যে ‘অনুমতি’ দিলেন তা কোনও সিনেমার গল্প নয়, একেবারেই বাস্তব। রীতিমতো ৫০ টাকার স্ট্যাম্প পেপারে এই চুক্তিতে স্বাক্ষর দিয়ে ‘কথা’ দিলেন তিনি। নেটদুনিয়ায় ভাইরাল এমনন চুক্তিপত্র।

আসলে রাজ্যের কাঞ্ঝিকোড়ে বিয়ের অনুষ্ঠানে অর্চনা নাম্নী নববধূকে এই চুক্তিপত্র হাতে তুলে দিয়েছিলেন স্বামী রঘুর বন্ধুরাই। কী ছিল শর্ত? সেখানে লেখা ছিল, বিয়ের পরও বন্ধুদের সাথে রঘুকে ৯টা পর্যন্ত আড্ডা মারতে দিতে হবে। এই সময় তাকে ফোন করা বা কোনও ভাবেই বিরক্ত করা যাবে না। কেবল নববধূই নয়, চুক্তিতে সই রয়েছে দুই সাক্ষীর।

বিয়েতে রঘুর বন্ধুরা চুক্তিপত্র তুলে দেন অর্চনার হাতে। স্বামীর সামনেই তাতে সইও করেন তরুণী। চুক্তিপত্রে লেখা ছিল, ‘বিয়ের পরেও আমার স্বামী রঘু এস কেডিআরকে রাত ৯টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অনুমতি দেওয়া হল। আমি কথা দিচ্ছি ওই সময়ে তাকে ফোন করে ডিস্টার্ব করব না।’
কীভাবে এমন অভিনব পরিকল্পনা করলেন বরের বন্ধুরা? আসলে রঘু ও তার বন্ধুরা সবাই ব্যাডমিন্টন খেলোয়াড়। মোট ১৭ জনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। তারা সব সময়ই বন্ধুদের বিয়েতে চমকপ্রদ উপহার দেন। এবারের উপহারের পরিকল্পনাও হয়েছে সে ভাবেই। সূত্র : নিউজ ১৮, ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ