মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রেললাইনে চলন্ত ট্রেনের নিচে মানেই নিশ্চিত মৃত্যু। অথচ সেই মৃত্যুকে জয় করে ট্রেন চলে যাওয়ার পর উঠে হেটে গন্তব্যের দিকে চলে গেলেন। এটি ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে কাহালগাঁও রেলওয়ে স্টেশনের ঘটনা। এক লোকের মরতে মরতে বাঁচার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঐারাই ১৭ সেকেন্ডের ভিডিও দেখেছেন তাদের সবারই চোখ কপালে উঠেছে। কেউ বলছেন, শর্টকার্টে লাইন পার হতে গিয়ে পৈতৃক প্রাণটাই খোয়াচ্ছিলেন বিহারের ওই ব্যক্তি।
প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের তলা দিয়ে লাইন পার হতে চেয়েছিলেন। কিন্তু সময় হওয়ায় ট্রেনটি ছেড়ে দেয়। ওই ব্যক্তির উপর দিয়েই চলে যায় ট্রেনটি। যদিও বেঁচে যান তিনি। কিছুটা উপস্থিত বুদ্ধি, বাকিটা ভাগ্যের জোরে। ঠিক কী ঘটেছিল?
প্রত্যক্ষদর্শীদের দাবি, কাহালগাঁও স্টেশনে ওই ট্রেনটি আগে থেকে দাঁড়িয়ে ছিল। ওই ব্যক্তি ট্রেন দেখেও ওভারব্রিজের বদলে ট্রেনের তলা দিয়েই লাইন পার হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে বুকে ভর দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আচমকা ট্রেন ছেড়ে দেয়। ফলে তিনি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েন।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সাথে থাকা ব্যাগ নিয়ে লাইনে উপুড় হয়ে শুয়ে পড়েন ওই ব্যক্তি। সে সময় তার উপর দিয়ে ছুটে যায় ট্রেন। ট্রেনটি চলে যাওয়া পর্যন্ত সেভাবেই তিনি শুয়ে থাকেন। এরপর হাসি মুখে উঠে দাঁড়ান। কার্যত ব্যক্তিটি উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যান।
বিহারের বাসিন্দা ওই ব্যক্তি নিজে বেঁচে গেলেও তার ভিডিও দেখে আঁতকে উঠছে নেটিজেন। বুক কেঁপে উঠেছে সকলের। সূত্র : লেটেস্ট লি, টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।