Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোটা গ্রামই ‘ফর সেল’!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

জমি-ফ্ল্যাট কিংবা বাসা-বাড়ি বিক্রি হয়। আবার পুরনো ফার্নিচারসহ ইলেকট্রনিক্স সামগ্রীও বিক্রি নতুন কোনো খবর নয়। তাই বলে আস্ত একটি গ্রাম বিক্রি! আর এই গ্রাম বিক্রির ঘটনাটি ইউরোপের দেশ স্পেনে ঘটেছে।
স্পেনের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত এক গ্রামের নাম সালতো দে ক্যাস্ত্রো। গ্রামটির বর্তমান মালিক রনি রদ্রিগেজ ২ লাখ ৬০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬৯২ টাকা) দামে বিক্রির ঘোষণা করেছেন।

১৯৫০ সালের দিকে স্পেনের বিদ্যুৎ উৎপাদন সংস্থা গ্রামটি গড়ে তুলেছিল জলাধার তৈরি করা শ্রমিক ও তাদের পরিবারের জন্য। তবে নির্মাণকাজ শেষ হওয়ার পর হঠাৎই বাসিন্দারা সেখান থেকে সরে যেতে থাকেন। তারপরই ১৯৮০ সালের শেষ দিকে গ্রামটি পরিত্যক্ত হয়ে যায়।
এরপরই ২০০০ সালে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য রনি রদ্রিগেজ গ্রামটি কিনে নেন। কিন্তু তিনি অর্থনৈতিক সঙ্কটসহ নানা কারণে তা আর বাস্তবায়িত করতে পারেননি। তবে গ্রামটি বিক্রির খবর শোনার পর থেকে এখানে পর্যটকের সংখ্যা বেড়ে গেছে।

জানা যায়, প্রায় তিন দশক ধরে জামোরা প্রদেশের পর্তুগাল সীমান্তবর্তী গ্রামটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। গ্রামটি যেখানে অবস্থিত, সে এলাকাটি ‘শূন্য স্পেন’ নামে পরিচিত। সূত্র : বিবিসি নিউজ, জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ