Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন আদালতে হত্যার দায় স্বীকার করলেন ডিলান রুফ

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম


হত্যাকান্ড ঘটানোর সময় ডিলান কিছুটা মদ্যপান করেছিলেন
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ইমানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিসকোপাল চার্চে নয় জনকে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন খুনি ডিলান রুফ। গত শুক্রবার দেশটির সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের চার্লসটনের একটি আদালতে চলছিল বর্ণবাদী ঘৃণাজনিত কারণে নয়জনকে খুনের ওই বিচার কাজ। বিচারকাজের মধ্যেই হাসতে হাসতে হন্তারক ডিলান বলেন, হ্যাঁ, আমিই খুন করেছি। এরপর আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা তাকে আবার প্রশ্ন করেন, আপনি তাদের গুলি করেছেন? আরেকটি হাসি হেসে ডিলান হ্যাঁ-সূচক উত্তর দেন। এরপর আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা তাকে আবার প্রশ্ন করেন, ওই দিন কতজন মানুষকে হত্যা করেছিলেন আপনি? এবার মাশরুমের মতো করে কাটা চুলের ২২ বছর বয়সী যুবক শান্তভাবে উত্তর দেন, আপনি যদি আমাকে অনুমান করতে বলেন, সম্ভবত পাঁচজন। তবে আমি ঠিক নিশ্চিত নই। আদালতে রুফ স্বীকার করেছেন, ওই হত্যাকা- ঘটানোর সময় তিনি কিছুটা মদ্যপান করেছিলেন। তবে তিনি কেবল হত্যার উদ্দেশ্য নিয়ে গির্জায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকেছেন বলেও স্বীকার করেছেন। এর আগে আদালতে পুলিশ জানিয়েছে, গত বছরের জুনে ৪৫ ক্যালিবারের একটি পিস্তল দিয়ে ওই গির্জায় প্রায় ৭০ রাউন্ড গুলি করেছিলেন রুফ। এতে প্রার্থনারত অবস্থায় ১২ জন মানুষ গুলিবিদ্ধ হন এবং মারা যান নয়জন। ঘটনার পরপরই সাউথ ক্যারোলিনার লেংনিটোনের বাসিন্দা ২১ বছর বয়সী বন্দুকধারী ডিলান রুফকে শেলবিতে একটি বাসস্টেশন থেকে আটক করা হয়। ঘটনার পর ২০০ বছরের ঐতিহ্যবাহী ইমানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিসকোপাল চার্চে ঘটা এ ঘটনাকে বর্ণবাদী ঘৃণাজনিত অপরাধ বলে বর্ণনা করেন চার্লসটনের পুলিশ প্রধান গ্রেগরি মুলেন। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের ইতিহাসের কালো অধ্যায় আবার ফিরে এসেছে বলে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। চার্লসটনের মেয়র জো রাইলি চার্চের ভেতর এ হামলাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন। তিনি একে অবর্ণনীয় এবং হৃদয়বিদারক ঘটনা বলে আখ্যা দেন। ইমানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিসকোপাল চার্চ, যা মাদার ইমানুয়েল নামে যুক্তরাষ্ট্রে বেশি পরিচিত। এটি ১৮১৬ সালে প্রতিষ্ঠা করা হয়। এ গির্জাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণের সবচেয়ে পুরোনো গির্জাগুলোর একটি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ