Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘প্রতীকী বক্সিং’ প্রতিযোগিতা শনিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ৮:২৯ পিএম

বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের (বিবিএফ) অনুমোদনে এবং এক্সেল স্পোর্টস প্রমোশন এন্ড ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় প্রতীকী বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। রাজধানীর বনানীস্থ সোয়াট মাঠে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠেয় এ আসরে অংশ নেবেন সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী বক্সার জুয়েল আহমেদ জনি, বিবিএফের আয়োজনে দেশে প্রথমবারের মতো আয়োজিত পেশাদার বক্সিং প্রতিযোগিতা ‘দ্য আল্টিমেট গ্লোরি’র সেরা সুরকৃষ্ণ চাকমা ও আল-আমিন। এছাড়া নতুন মুখ হিসেবে নারী বক্সার নিশাত খান প্রথমবারের মত বাউটে অংশ নেবেন।

প্রতীকী বক্সিং প্রতিযোগিতা আয়োজন নিয়ে বিবিএফের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আদনান হারুন বলেন, ‘আমরা দেশের বক্সিং উন্নয়নে কাজ করছি বেশ কিছুদিন ধরেই। ইতোমধ্যে পেশাদার বক্সিংয়ের কয়েকটি প্রতিযোগিতা সফলভাবে শেষ করেছি। দেশে বক্সিং খেলাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এবার প্রতীকী বক্সিং প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। সবার সহযোগিতা নিয়ে বক্সিং খেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আন্তর্জাতিক বক্সিং অঙ্গনে বাংলাদেশের সুমান বাড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ