মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষকে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সুইডেন। রাশিয়ার হামলার আশঙ্কা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিল দেশটি। ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল কনটিনজেনসিস এজেন্সি (এমএসবি) সব পৌর কর্তৃপক্ষের নিরাপত্তা প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তাঁদের যেকোনো ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবিলায় যথাযথভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই পদক্ষেপকে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধে সুইডেনের ফিরে আসা বলে মনে করা হচ্ছে। সুইডেনের সভেনস্কা ডাগব্লাডেট পত্রিকার বরাত দিয়ে দি ইনিডপেনডেন্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে অভিযানের গতি, সিদ্ধান্ত গ্রহণ, তথ্য আদান-প্রদান, সংকটে যোগাযোগ, নমনীয়তা, দৃঢ়তা এবং গোপন তথ্য ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে। ২০১৫ সালের ডিসেম্বর মাসে নিজেদের সামগ্রিক প্রতিরক্ষা কৌশল ঘোষণা করে সুইডেন। এমএসবি কর্তৃপক্ষ দেশটির জননিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা, জরুরি ব্যবস্থাপনা এবং বেসামরিক প্রতিরক্ষা নিয়ে কাজ করে। এই সংস্থাটি বলছে, যুদ্ধের প্রস্তুতি নেওয়া মানেই এই না যে সুইডেন যুদ্ধে নেমে গেছে। এমএসবির একজন মুখপাত্র জানিয়েছেন, হুমকি বাড়তে থাকার কারণে পৌর কর্তৃপক্ষের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, নতুন বিষয়টা হলো আমাদের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। দ্য ইনডিপেনডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।