Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা ওবামার

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং বিতর্ক  
ইনকিলাব ডেস্ক : মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)-কে দেশটির প্রেসিডেন্ট ওবামা বলেন, আমদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আর তা আমরা নেব। মার্কিন কর্মকর্তাদের দাবি, রাশিয়া ওই তথ্য হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহ করে উইকিলিকসের কাছে হস্তান্তর করেছে। তবে প্রথম থেকেই তাদের অভিযোগ অস্বীকার করে আসছে রুশ কর্তৃপক্ষ। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বরাবরই রাশিয়ার হ্যাকিং সম্পর্কিত অভিযোগ খারিজ করে আসছেন। এর আগে ট্রাম্প বলেছেন, রাশিয়া কোনও ধরনের হস্তক্ষেপের চেষ্টা করেছে বলে তিনি মনে করেন না। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে করা এসব অভিযোগকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেছেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নিজেই সাইবার হামলার সঙ্গে যুক্ত। এর কয়েক ঘণ্টা পরই ওবামা রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে এনপিআর-কে বলেন, আমি মনে করি, যখন কোনও বিদেশি সরকার আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে, তখন তার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। আর আমরা নিজেদের পছন্দের জায়গায়, নিজেদের নির্ধারিত সময়েই তা নেব। তিনি আরও বলেন, এর কিছুটা হয়ত জনসমক্ষে প্রকাশিত হবে। কিছুটা প্রকাশিত হবে না। পুতিন এ বিষয়ে আমার অবস্থান সম্পর্কে জানেন, কারণ আমি সরাসরি তার সঙ্গে কথা বলে তা জানিয়েছি। উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ডেমোক্র্যাটিক পার্টির ইমেইল ফাঁসের ক্ষেত্রে রুশ সরকার তাদের উৎস ছিল না। বিবিসি।    



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ