মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, বিশ্বায়নের ফলে বিশ্বের সাধারণ মানুষের জীবনে ব্যর্থতা নেমে এসেছে। মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কোনও কাজে আসেনি বিশ্বায়ন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। গত বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া, ব্রেক্সিট গণভোট ও প্রচলিত রাষ্ট্র কাঠামোবিরোধী জাগরণ নিয়ে কথা বলেছেন। কানাডার প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে আমরা বিশ্বজুড়ে শাসকদের বিরুদ্ধে জনগণের সংগ্রাম, বিচ্ছিন্নতাবাদ ও আতঙ্কের প্রতিফলন দেখছি আমরা। আর এটা ঘটছে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ক্ষেত্রে বিশ্বায়নের ব্যর্থতার ফলে। এটা আমরা এক বছর আগে চিহ্নিত করেছিলাম। এটা নিয়ে কাজ করার জন্য আমরা একটি মঞ্চ ও কর্মসূচি গঠন করেছি। ক্ষমতা গ্রহণের এক বছরের মধ্যে বিশ্ব রাজনীতি থেকে উল্টোপথে হেঁটেছিল
ট্রুডোর নেতৃত্বে কানাডা। মুক্ত বাণিজ্য, অভিবাসন ও বহুমুখীতা, নারীবাদ, সিরীয় শরণার্থী সংকট ও এলজিবিটি সম্প্রদায়ের জন্য অনেক গ্রগতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় দেশটিতে। কিন্তু দ্বিতীয় বছরে পদার্পনে সময় বেশ কিছু চাপে রয়েছে তার সরকার। বেশ কিছু চুক্তি নিয়েও সমালোচনায় পড়তে হচ্ছে। সমালোচকরা বলছেন, বিশ্ব যেগুলো থেকে সরে এসেছে কানাডা সেগুলোর দিকেই আগাচ্ছে। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।