মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কাশ্মীরের মানুষের ওপর ভারত যে নৃশংস অত্যাচার চালাচ্ছে তা সারা বিশ্বের সামনে তুলে ধরার দাবি করেছেন পাকিস্তানের জামাত-উদ-দাওয়া প্রধান মোহাম্মদ হাফিজ সাঈদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সারতাজ আজিজের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদে অনুষ্ঠিত এক জনসভায় তিনি বলেন, ভারতের অমৃতসরে হার্ট অব এশিয়া কনফারেন্সে গিয়ে পাকিস্তানকে অপমান করেছেন মুখপাত্র সরতাজ আজিজ। শুধু তাই নয়, সরতাজ আজিজের ভারত সফরের ফলে কাশ্মীরকেও অপমান করেছেন তিনি। ভারত যেভাবে কাশ্মীরের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে, তা সারা বিশ্বের সামনে তুলে ধরা উচিত বলেও দাবি করে তিনি বলেন, এ নৃশংসতার নিন্দার ভাষা জানা নেই, সাধারণ মানুষের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। হাফিজ সাইদ বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মানুষ যেভাবে জম্মু ও কাশ্মীরের মানুষের পাশে দাঁড়িয়েছেন, পাকিস্তান সরকারেরও উচিত সেই একইভাবে কাশ্মীরের মানুষের পাশে দাঁড়ানো। মুজাফফরাবাদের ওই জনসভায় হাফিজ সাঈদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন সাঈদ সালাহউদ্দিন, রেহমান মাকি, আবদুল আজিজ আলি, লিয়াকত বেলোচ প্রমুখ। উল্লেখ্য, দীর্ঘকাল ধরেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বেপরোয়া নির্যাতন চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সূত্র : গ্রেটার কাশ্মীর পত্রিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।