মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তাইওয়ানে সেনা পাঠানোর হুমকি দিয়েছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযাচিত মন্তব্যের কারণেই এমন সিদ্ধান্ত নিতে পারে বলে মন্তব্য করেছে গ্লোবাল টাইমস। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাইওয়ানের প্রেসিডেন্টকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই সেই ফোনালাপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বেইজিং। এরই খেসারত দিতে হতে পারে তাইওয়ানকে। গত বৃহস্পতিবার গ্লোবাল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মূল ভূখ-ের নতুন করে তাইওয়ান নীতি খতিয়ে দেখার সময় হয়েছে। বলপ্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করা দরকার। গ্লোবাল টাইমসের বলপ্রয়োগের হুমকিকে খাটো করে দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, চীনের কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ প্রভাবশালী এই সংবাদপত্র। এতে দলের পররাষ্ট্র নীতির প্রতিফলন দেখা যায় সেখানে। চীন মনে করে তাইওয়ান তাদেরই অংশ। তাই গত সপ্তাহেও তাইওয়ান নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিল বেইজিং। প্রসঙ্গত, ওয়াশিংটন যদি তাইওয়ানের পাশে দাঁড়ায় বা চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে দর কষাকষি করেÑ তবে মার্কিন যুক্তরাষ্ট্রবিরোধী শক্তিকে সেনা সমর্থন দেবে বেইজিং। তাইওয়ানকে নির্দেশ করেই এ ধরনের হুমকি দেয়া হয়েছে। অপরদিকে এ নিয়ে উদ্ভূত পরিস্থিতির পরিবর্তিত অবস্থায় অনেকটা বিপাকে পড়ে যুক্তরাষ্ট্র। এমনি এক পরিস্থিতিতে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, এই ফোনালাপ ছিল নেহাতই সৌজন্যমূলক। কিন্তু তাতে যে চিঁড়ে ভেজেনি তা পরিষ্কার হয়ে গেল পত্রিকাটির মন্তব্যে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন রীতি ভঙ্গ করে তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে ফোনালাপ করেন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।