Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপির আলোচনা সভা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১১:৩৪ পিএম

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) রাতে হ্যামট্রামিক শহরের কাবাব হাউজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মিশিগান স্টেট বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় আলোচনাসভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দীর্ঘ ছয় বছরের শাসনামলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের বাক-স্বাধীনতা নিশ্চিত, দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত, দেশকে স্বাবলম্বী এবং জাতিকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।

বক্তারা আরও বলেন, আজ দেশে কোনো গণতন্ত্র নেই। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করেছে। এ থেকে উত্তরণের জন্য দেশ-বিদেশের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। ৭ নভেম্বরের চেতনায় সবাইকে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে এ অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।

সভায় বক্তব্যে রাখেন মিশিগান বিএনপির উপদেষ্টা ইউসূফ কামাল, রাজু আহমদ তালুকদার, তারেক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন, সাইফুল ইসলাম মানিক, অ্যাডভোকেট সামসুজ্জামান বাবলু, ময়নুল হক, ওয়াসিমুজ্জামান রনি, মঞ্জুরুল করিম তুহিন, মোস্তাক আহমেদ, মেহেদী হাসান, পারভেজ আহমদ, রেজাউল হাসান, কামাল হোসেন লিলু, মোশারফ হোসেন চৌধুরী লিটু ও কাজী এবাদ। কোরআন তিলাওয়াত করেন দেওয়ান আবু হুরায়রা।

এসময় উপস্থিত ছিলেন যুবদল সভাপতি শাহাদত হোসেন মিন্টু, যুবদল সাবেক সেক্রেটারি মওদুদ চৌধুরী, মামুনুর রেজা সায়েল, মোহাম্মদ শাহাজাহান হিটলার, তাহের চৌধুরী, রেজাউল করিম, জুবায়ের হাসান, কাদের আজাদ, ইমাদ উদ্দিন, মারুফ খান, গিয়াস তালুকদার, ইলিয়াস চৌধুরী, আব্দুস সহিদ, বাবুল আহমদ, আবদুল বাসিত, ফয়সল আহমেদ, নিজাম উদ্দিন, কামরুজ্জামান, আব্দুল মুকিত পন্নি, রিয়াজ আহমেদ, শোভন আহমদ, নুরুল হক, গোলাম কিবরিয়া, সোহেল আহমদ, সারোয়ার হোসেন ও আশরাফুল ইসলাম রাসেলসহ অনেকে।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ