Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের পাথর কোয়ারিতে ধস ৮ শ্রমিক নিহত : নিখোঁজ ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের মিজোরাম রাজ্যে একটি পাথর কোয়ারির মাটি ধসে আটজন শ্রমিক নিহত হয়েছেন। এখনও চার শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সোমবার মিজোরামের রাজধানী আইজল থেকে ১৬০ কিলোমিটার দূরে দক্ষিণ মিজোরামের হ্নাথিয়াল জেলায় ঘটে এ ঘটনা। দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে অংশ নেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। একাধিক মেডিকেল টিমও যোগ দেয় তাদের সঙ্গে। গতকাল মঙ্গলবার সকালে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। হ্নাথিয়াল পুলিশ সুপার বিনীত কুমার জানান, সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা খনি থেকে পাথর তোলার কাজ করছিলেন। হঠাৎই মাটি ধসে পড়ে। দুর্ঘটনার পর অনেকে খনি থেকে বের হতে পারলেও আটকা পড়েন অন্তত ১২ জন। জেলার উপ-কমিশনার আর. লালরেমসাঙ্গা জানিয়েছেন, ভুক্তভোগীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাকিদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান তিনি। জানা গেছে, মিজোরামে একটি হাইওয়ে তৈরির কাজ হচ্ছে। সেকারণে বড় পাথর সংগ্রহের কাজ চলছিল সেখানে। হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ