গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর রায়ের বাজার সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেটে অভিযান পরিচালনা করে প্রায় ১০০টির বেশি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই উচ্ছেদ অভিযান করেন।
প্রথমবার ২০০৬ সাল এবং দ্বিতীয়বার ২০১৯ সালে ঘোষিত পরিত্যক্ত ভবনটির সামনের অংশে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দ্বিতীয় তলায় অনুমোদনবিহীন বর্ধিত অংশের দোকানসমূহ বন্ধ করে দেওয়া হয়। অনুমোদনবিহীন অবৈধভাবে দ্বিতীয় তলায় যওয়ার জন্য নির্মিত র্যাম্পটি ভেঙ্গে দেয়া হয়।
এসময় উন্মুক্ত নিলামের মাধ্যমে পুরাতন রড ও কিছু সেড ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। পরিত্যক্ত ভবনটিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সতর্কীকরণ বার্তা সংবলিত ব্যানার টাঙিয়ে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।