Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটটি নতুন পেট্রো-শোধনাগার নির্মাণের পরিকল্পনা ইরানের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ৬:৩১ পিএম

ইরানের তেল মন্ত্রণালয় বেসরকারি খাতের সহযোগিতায় আটটি নতুন পেট্রো-শোধনাগার স্থাপনের পরিকল্পনা করছে। এসব পেট্রো-শোধনাগারের লক্ষ্য, তেল ও গ্যাস সেক্টরের ডাউনস্ট্রিম সেক্টরে উৎপাদন দ্বিগুণ করা।

সোমবার সরকারের অর্থনৈতিক সমন্বয় সদর দফতরের বৈঠকে তেল মন্ত্রণালয়ের পরিকল্পনা ঘোষণা করা হয়। আইআরএনএ এই খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের দক্ষিণ উপকূলে উল্লিখিত পেট্রো-শোধনাগারগুলির উন্নয়নের জন্য তেল মন্ত্রণালয়ের পরিকল্পনা প্রস্তাব করা হয়।

প্রকল্পগুলি তার আইনি ক্ষমতা ব্যবহার করে জাতীয় উন্নয়ন তহবিল (এনডিএফ) এই অর্থায়নে অংশ নেবে।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ