Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ভবিষ্যতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে আইআরজিসি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ৬:১২ পিএম

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির-আলি হাজিজাদেহ বলেছেন, ঘোষিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যথাসময়ে উন্মোচন করা হবে।

জেনারেল হাজিজাদেহ ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলার একদিন পর তিনি আজ বলেছেন, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে এবং ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হবে।

তিনি শুক্রবার আইআরজিসি ক্ষেপণাস্ত্র ইউনিটের সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি মোগাদ্দামের ১১তম শাহাদাত বার্ষিকী স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

হাজিজাদেহ গতকাল বলেন, এই ক্ষেপণাস্ত্রটির উচ্চ গতি রয়েছে এবং এটি বায়ুমণ্ডলের ভিতরে ও বাইরে উৎক্ষেপণ করা যায়।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ