Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএল টি-টোয়েন্টিতে দল বদলালেন তামিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ৬:০৮ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা উঠবে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই। দেশের জনপ্রিয় টুর্নামেন্টটি মাঠে গড়াতে এখনও দেড় মাস সময় বাকি থাকলেও ইতিমধ্যে দল ঘুছাতে শুরু করেছে ফ্য্যাজাইজিগুলো।

 

 

এবার খুলনা টাইগার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে। দলটির আইকন প্লেয়ার হিসেবে খেলবেন এই ড্যাশিং ওপেনার। আর তামিমই তাদের প্রথম প্লেয়ার বলে নিজেদের ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করেছে খুলনা।

 

 

 

 

তবে বিশ্বকাপের কয়েক মাস আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান তামিম। তবে সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। টুর্নামেন্টের সর্বশেষ মিনিস্টার ঢাকার হয়ে খেলেছিলেন এই ওপেনার। এবারই প্রথম খুলনার হয়ে খেলবেন তিনি।

 

 

 

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলায় গত কয়েক মাস ধরে জাতীয় দলের হয়ে তার কোনো ম্যাচ ছিল না। তবে এই বিশ্রামের সময়ে নিজের ফিটনেস ধরে রাখতে ঠিকই পরিশ্রম করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ