Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮০০ কোটি পেরল বিশ্বের জনসংখ্যা, ভয়ানক পরিস্থিতির আশঙ্কায় বিশেষজ্ঞরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ৫:৪১ পিএম

বিশ্বজুড়ে জনসংখ্যা দিন দিন বাড়ছে। এখনই লাগাম টানতে না পারলে, পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কয়েকদিন আগে জনসংখ্যার এই বৃদ্ধি নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছিল জাতিসংঘ। ১৫ নভেম্বর মাইলফলক স্পর্শ করল বিশ্ব জনসংখ্যা। বর্তমানে বিশ্বে ৮ বিলিয়ন মানুষের বসবাস।

জাতিসংঘ আরও জানিয়েছে যে গত পাঁচ দশকে বিশ্বের জনসংখ্যা ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাত বিলিয়ন মাইলফলক অতিক্রম করার ১১ বছর পর বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়নে পৌঁছেছে বলে জানানো হয়েছে। তবে, বিশ্বের জনসংখ্যা আরও বাড়তে থাকবে বলে জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়েছে। ২০৩৭ সালে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ৯ বিলিয়ন এবং ২০৫৮ সালে জনসংখ্যা ১০ বিলিয়নে পৌঁছাবে বলে অনুমান। বর্তমানে, জনসংখ্যার বিচারের বিশ্বে প্রথম চীন। এরপরেই আছে ভারত। ২০৫০ সালে এটি পরিবর্তিত হতে পারে জানিয়েছেন জাতিসংঘের জনসংখ্যা বিভাগ। চীনকে পিছনে ফেলে সবেচেয়ে জনবহুল দেশে পরিণত হতে পারে ভারত। প্রসঙ্গত, ১৯৫০ সালে বিশ্বের জনসংখ্যা ২.৫ বিলিয়নে পৌঁছেছিল। ১৯৮৭ সালে দ্বিগুণ অর্থাৎ ৫ বিলিয়নে পৌঁছাতে লেগেছিল ৩৭ বছর। ১৯৭৪ সালে বিশ্বের জনসংখ্যা স্পর্শ করে ৪ বিলিয়নে। সেই তুলনায় প্রায় ৪৮ বছর পর মঙ্গলবার বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়নের মাইলফলক স্পর্শ করে।

কয়েকদিন আগে জাতিসংঘের জনসংখ্যা বিভাগ জানায় যে প্রত্যাশিত আয়ু বৃদ্ধির পাশাপাশি সন্তান জন্মদানের জন্য ২০৩০ সালে বিশ্বে প্রায় ৮.৫ বিলিয়ন জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে। ২০৫০ সালে ৯.৭ বিলিয়ন এবং ২০৮০ সালে প্রায় ১০.৪ বিলিয়ন জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে।

গড় আয়ু বৃদ্ধি পাওয়ায়, বিশ্বব্যাপী এই জনসংখ্যার বৃদ্ধির কারণ বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের জনসংখ্যা কমিটি। ২০১৯ সালে বিশ্বে গড় আয়ু ছিল ৭২.৮। যা, ১৯৯০ সালের তুলনায় ৯ বছর বেশি। ২০৫০ সালে এই গড় আয়ু ৭৭.২ হবে বলে পূর্বাভাস দিয়েছে কমিটি। আরও বলা হয়েছে যে ৬৫ বছরের গড় আয়ুর লোকের সংখ্যার অনুপাত ২০২২ সালে ১০ শতাংশ থেকে বেড়ে ২০৫০ সালে হবে ১৬ শতাংশ।

আমেরিকা ভিত্তিক সংস্থা ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের মতে, বিশ্বব্যাপী জনসংখ্যা ২০৬৪ সালের মধ্যে হবে সর্বাধিক। তবে কখনও ১০ বিলিয়ন পৌঁছাবে না বলে দাবি করেছে তারা। ২১০০ সালের মধ্যে জনসংখ্যা ৮.৮ বিলিয়নে নেমে আসবে বলে তাদের সমীক্ষায় জানানো হয়েছে। সূত্র: টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ