Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

এমি জয়ী অভিনেতা জন অ্যানিস্টনের মৃত্যু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ৫:২৩ পিএম

হলিউড তারকা জেনিফার অ্যানিস্টনের বাবা, এমি অ্যাওয়ার্ড জয়ী প্রবীণ অভিনেতা জন অ্যানিস্টন মারা গেছেন। গত ১১ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মার্কিন অভিনেতা। তামৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর। সোমবার (১৪ নভেম্বর) অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বাবার সঙ্গে নিজের থ্রোব্যাক ছবি পোস্ট করে জেনিফার অ্যানিস্টন লিখেছেন, ‘আমার জানা সবচেয়ে সুন্দর মনের মানুষদের মধ্যে আপনি একজন। গত ১১ নভেম্বর কোনোরকম কষ্ট পাওয়া ছাড়াই আপনি শান্তিতে স্বর্গে চলে গেছেন। এজন্য আমি কৃতজ্ঞ। আপনি সবসময় সঠিক সময় নির্ধারণ করেছেন! এই দিনটি (১১ নভেম্বর) সারাজীবন আমার কাছে অর্থবহ হয়ে থাকবে। জীবনের শেষ মুর্হূত পর্যন্ত আপনাকে ভালোবাসবো। আমাকে দেখতে আসতে ভুলবেন না!’

এরপর বাবার আত্মার শান্তি কামনা করেন জেনিফার অ্যানিস্টন।

১৯৩৩ সালের ২৪ জুলাই গ্রিসে জন্মগ্রহণ করেন জন অ্যানিস্টন। তার যখন ২ বছর বয়স, তখন তার বাবা-মা তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। ১৯৬২ সালে অভিনয়ে নাম লেখান জন। ‘৮৭ প্রেসিংকট’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ। তারপর অসংখ্য জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি। তবে এনবিসির ‘ডেজ অব আওয়ার লাইভস’-এর ভিক্টর কিরিয়াকিস চরিত্রের জন্য সবচেয়ে পরিচিত তিনি।

এছাড়া জন অ্যানিস্টন ‘মিশন: ইম্পসিবল’, ‘সার্চ ফর টুমোরো’, ‘ডেস অব আওয়ার লাইভস’, ‘গিলমোর গার্লস, ‘দ্য ওয়েস্ট উইং’ এবং ‘ম্যাড মেনের’ মতো সিনেমায় কাজ করেছেন। এ বছরের শুরুতে তিনি এমি আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যানিস্টনের মৃত্যু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ