Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বক্সিংয়ের নির্বাচিত কমিটিই বৈধতা পেল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

দীর্ঘ ছয় মাস পর আদালতের আদেশে বৈধতা পেল বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাচিত কমিটিই। ফলে হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী মাজহারুল ইসলাম তুহিনের নেতৃত্বাধীন ২৪ সদস্যেও কমিটি বহাল থাকছে বক্সিং ফেডারেশনে। গতপরশু হাইকোর্ট এই আদেশ জারি করেন। গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে (এনএসসি/নি.ক./বক্সিং নির্বাচন-২০২২/২২৮৩) এ তথ্য জানায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত ২৬ এপ্রিল আনুষ্ঠানিক নির্বাচন হওয়ার কথা ছিল। একটি প্যানেল থাকায় এবং ২২ এপ্রিল কোন পদে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় অনানুষ্ঠানিকভাবে ওই কমিটিকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু এরপরই আদালতে গড়ায় নির্বাচন। এনএসসির প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ এর তফসিল ও প্রাথমিক ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়েরকৃত রীট মামলা নং ৫২০৪/২০২২ এ মহামান্য হাইকোর্ট বিভাগ নন-প্রসিকিউশন এর মাধ্যমে মামলার রুলটি ডিসচার্জ করায় অর্থাৎ মামলাটি আর বিদ্যমান না থাকায় প্রার্থীদের তাদের নামের পাশে বর্ণিত পদে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ