Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বভ্রমণ শেষে ট্রফি এখন কাতারে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিশ্বভ্রমণ শেষে অবশেষে ফুটবল বিশ্বকাপের ট্রফি এখন কাতারে অবস্থান করছে। বিশ্বের ৫০টির বেশি দেশ ঘুরিয়ে বিশ্বকাপের আসল ট্রফি গত ১৩ নভেম্বর আয়োজক দেশ কাতারে নেওয়া হয়। এদিন সন্ধ্যায় ফুটবল কিংবদন্তি মার্সেল ডেসাইলি ও কোকাকোলার ফিফা বিশ্বকাপের ব্যবস্থাপক নাজলি বারবারোগ্লুএমশাইরেবের একটি বিশেষ অনুষ্ঠানে ট্রফিটি উন্মোচন করেন। আগামী রোববার থেকে কাতারেই শুরু হচ্ছে বৈশ্বিক সবচেয়ে বড় আয়োজন ফুটবল বিশ্বকাপের খেলা। মোট ৩২ দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয় গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। ২০২২ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশসহ অন্যান্য দেশেও নেওয়া হয় ট্রফিটি। ফুটবল বিশ্বকাপের ট্রফির বিশ্বভ্রমণের রীতি চালু হয় ২০০৬ সালে। ট্রফিটি অন্যান্য দেশে নেওয়ার ফলে ফুটবল ভক্তরা এটি দেখার সুযোগ পেয়ে পুলকিত হন। জানা গেছে, আসল ফিফা বিশ্বকাপ ট্রফিটি ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি এবং ফিফার তত্ত্ববধানে থাকবে।
ফিফার নিয়ম অনুযায়ী, শুধু সাবেক চ্যাম্পিয়ন ও রাষ্ট্রপ্রধানদের ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে। এটি অস্থায়ীভাবে বিজয়ী দলের জন্য রাখা হয়। পরে একই ধরনের একটি ট্রফি তৈরী করে চ্যাম্পিয়ন জয়ী দলকে দেওয়া হয়। অন্যদিকে আসল ট্রফি চলে যায় ফিফার কাছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ