Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্লোভেনিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট নাতাশা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রথমবার নারী প্রেসিডেন্ট পেলো স্লোভেনিয়া। রোববার ৫৪ শতাংশের বেশি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী আনজে লোগারকে পরাজিত করেছেন নাতাশা পিয়ার্স মুসার। তিনি সাবেক ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্পের আইনজীবী ছিলেন। সাংবাদিক হিসেবেও পরিচিত তিনি। নাতাশা পিয়ার্স মুসার স্লোভেনিয়ার বামপন্থী সরকারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। রক্ষণশীল ধারার প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে হারিয়ে দিয়েছেন তিনি। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৫৪ শতাংশ ভোট পড়েছে নাতাশার ঘরে। আর ৪৬ শতাংশ ভোট পান লোগার। নির্বাচনে জয়ী নাতাশা বলেন, স্লোভেনিয়ার জনগণ এমন একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন যিনি ইউরোপীয় ইউনিয়নের ওপর আস্থা রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ