মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল (রোববার) সকালে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত ১৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। আসিয়ানের সকল সদস্য দেশ, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, ও রাশিয়ার প্রতিনিধিগণ এতে উপস্থিত ছিলেন।
শীর্ষসম্মেলনে লি খ্য ছিয়াং বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জটিল, এবং শান্তি ও উন্নয়নের জন্য মানুষের চাহিদা আরও শক্তিশালী হয়েছে। তাই এতদঞ্চলের দেশগুলোর উচিত পরস্পরকে সম্মান, কল্যাণমূলক সহযোগিতা জোরদার, এবং একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করা।
এ বিষয়ে তিনি ৩টি প্রস্তাব পেশ করেন। প্রথমত, কৌশলগত সংলাপ ও গঠনমূলক যোগাযোগের মাধ্যমে দেশগুলোর মধ্যে আলোচনা ও পারস্পরিক আস্থা জোরদার করে সঠিকভাবে মতভেদ দূর করে সংঘর্ষ এড়ানো।
দ্বিতীয়ত, কল্যাণমূলক সহযোগিতা জোরদার করে একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করা। আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক চুক্তি (আরসিইপি) বাস্তবায়ন করে নিরাপদ, স্থিতিশীল ও গতিশীল শিল্প ও সরবরাহ চেইন এবং জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। একসঙ্গে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা।
তৃতীয়ত, আসিয়ানকে কেন্দ্রীয় ভূমিকায় রেখে সহনশীল আঞ্চলিক কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে সংস্থার ঐক্য ও সহযোগিতায় গুরুত্বারোপ করা।
লি খ্য ছিয়াং জোর দিয়ে বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথ ও সহযোগিতামূলক উন্মুক্ত কৌশলে অবিচল রয়েছে। চীন আশা করে, বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করে একসঙ্গে পূর্ব এশিয়া এবং বিশ্বের শান্তি ও শৃঙ্খলার উন্নয়ন রক্ষা করা যাবে।
শীর্ষসম্মেলনে ইউক্রেন, মিয়ানমার, ও কোরিয়ান উপদ্বীপের পরিস্থিতি এবং নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়েছে। সূত্র: সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।