Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাষ জমি খাস হবে না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ৩:০৬ পিএম

কারো ব্যক্তিগত জমি চাষ না করলে তা খাস করা হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবারপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সাম্প্রতিক আন্তর্জাতিক অর্থনৈতিক রিপোর্টগুলো বিশ্লেষণ করে এই নির্দেশনা দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার‌্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটা জিনিস প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছেন- সম্প্রতি বেশ কিছু জায়গায় একটা বড় গুজব চলছে যে, যেসব জমিতে চাষ করা হবে না সেগুলো খাস হয়ে যাবে।

গত দুই তিনদিন আগে রংপুর থেকে ‍ঘুরে আসার অভিজ্ঞতার কথা তুলে ধরে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সেখানে আমরা ক্লিয়ার ইন্সট্রাকশান দিয়ে দিয়েছি কারো জমি চাষ করলো না আর আমি খাস করবো- এই রকম কোন পদ্ধতি নেই। খাস করার একটা আলাদা পদ্ধতি রয়েছে।

তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত বিভাগীয় কমিশনাদের সভায় কৃষি অধিদপ্তরের ঊর্ধতন কর্মকর্তা এবং ভূমি সচিব উপস্থিত ছিলেন।

কোন জমি খাস করার দরকার হলে প্রয়োজনীয় সব ধরনের নিয়ম মেনে করতে হবে।

তিনি বলেন, জমিতে চাষ করে না আর এটা খাস করে ফেলবে এই রকম কোন প্রবিশন নেই। এটা একটা গুজব চারদিকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। যদি দুই এক জায়গায় কোথাও কেউ করেও থাকে তাহলে ইতিমধ্যে নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে যেন কেউ এই ধরনের কোন ব্যবস্থা না নেয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যক্তিমালিকানাধীন জমি কেউ চাষ করলো না এক বছর, দুই বছর বা তিন বছর এতে খাস করার কোন সিষ্টেম নেই। এটা একটা গুজব। এটা কান্ডলি সবাইকে একটু জানাতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ