গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পূর্ব তুর্কিস্তানের (বর্তমান জিনজিয়াং) ৮৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে চীন কর্তৃক সংখ্যালঘু উইঘুর মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন হয়েছে।
রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চীনা আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে 'মুক্তিযোদ্ধা মঞ্চ'। যা চলে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত। সমাবেশে জিনজিয়াংয়ের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীন যে গণহত্যা ও বন্দি রাখার নিপীড়নমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তার নিন্দা ও প্রতিবাদ জানান বক্তরা। যেখানে ছয় শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
বিক্ষোভকারীরা বাংলাদেশে চীনা সম্প্রসারণবাদী মনোভাব সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। বিশেষ করে চীনা প্রকল্পের বিলম্ব ও ব্যয় বৃদ্ধি (ঢাকা-কুড়িগ্রাম ৬ লেন মহাসড়ক এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ট্রান্সমিশন লাইন সম্প্রসারণ), কোনো বিদেশী দক্ষ প্রযুক্তিবিদ নিয়োগ না করা, এসব প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তায় অবহেলা এবং বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো ঋণের ফাঁদে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
এ ছাড়া পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতার দাবির প্রতি সমর্থন জানিয়ে রাজধানীতে সাইকেল শোভাযাত্রার আয়োজন করে বিবিএসএস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। র্যালিটি হাতিরঝিল থেকে শুরু হয়ে গুলশান-২ হয়ে ইউনাইটেড হাসপাতালে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিবিএসএস-এর সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তাফসির। অনুষ্ঠানে সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তৃতাকালে তৌফিক আহমেদ বলেন, পূর্ব তুর্কিস্তান কখনই চীনের অংশ ছিল না এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে চীনা কর্মকাণ্ড ও নৃশংসতার নিন্দা জানান তিনি।
নারায়ণগঞ্জ : নিরীহ উইঘুর মুসলিমদের ভূমি পূর্ব তুর্কিস্তান দখলের জন্য চীনের নিন্দা জানিয়েছে জেলার জাগ্রত মুসলিম জনতা। ব্যানার ও প্ল্যাকার্ড বহনকারী বিক্ষোভকারীরা উইঘুরদের সমর্থনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে। যেখানে বেইজিংয়ের অমানবিক কর্মকাণ্ড, উইঘুর সংখ্যালঘুদের সঙ্গে দুর্ব্যবহার এবং পূর্ব তুর্কিস্তানের অব্যাহত দখলের সমালোচনা করা হয়। উইঘুরদের ওপর চীনা দমনপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান বক্তরা।
গাজীপুর : প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে জেলার সচেতন নাগরিক সমাজ। বিক্ষোভকারীরা উইঘুর ইস্যু এবং চীন কর্তৃক নিপীড়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
চট্টগ্রাম : দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দিনটি উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে সচেতন নাগরিক সমাজ, নাগরিক ঐক্য ও আল-ইত্তেহাদ ইসলামিক অর্গানাইজেশন। র্যালিটি চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে রাইফেল ক্লাব, তুলসীধাম, বৌদ্ধ মন্দির, চেরাগী পাহাড়সহ শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে শেষ হয়। যেখানে টি-শার্ট ও প্ল্যাকার্ডে চীনা নিপীড়নের প্রতিবাদ জানান প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারী।
উল্লেখ্য, ১৯৩৩ সালে স্বল্প সময়ের জন্য পূর্ব তুর্কিস্তান নামে স্বাধীন দেশ পেয়েছিল উইঘুররা। পরে তা চীন দখল করে নিয়ে স্বাধীনতাকামী উইঘুরদের ওপর নির্যাতন ও নিপীড়ন শুরু করে, যা এখনো চলছে। জাতিসংঘের দাবি অনুযায়ী, চীনের বন্দীশালায় বর্তমানে নারীসহ ১০ লাখ উইঘুর মুসলমান আটক আছেন।
চীনে নির্যাতনের শিকার সংখ্যালঘু উইঘুর মুসলিমরা নিজেদের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সচেতন নাগরিকরা বিভিন্ন শ্রেণি-পেশা, সংগঠনের ব্যানারে একত্রিত হয়ে উইঘুরদের পক্ষে আওয়াজ তুলেন। উইঘুর নির্যাতন বন্ধে তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ ছাড়া প্রয়োজনে চীনের ওপর চাপ তৈরি করে উইঘুরদের স্বাধীনতা নিশ্চিত কররাও দাবি তোলেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।