Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দিনে ২ থেকে ৩ কেজি করে গালি খাই : মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রতিদিন ২ থেকে ৩ কেজি করে গালি খাই। এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয়। তেলেঙ্গানায় দলীয় সভা থেকে বিরোধীদের এভাবেই নিশানা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ গালি দেওয়া ছাড়া ওদের আর কিছু বাকি নেই। বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, ‘কিছু লোক হতাশায় রাত-দিন মোদিকে গালি দেয়। পুরো ডিকশনারি মোদিকে গালি দিতে দিতে ব্যবহার করে ফেলেছে। আমি আপনাদের বলছি, এমন কথায় আপনারা বিরক্ত হবেন না। কারণ, ওদের গালি দেওয়া ছাড়া দেওয়ার মতো আর কিছুই বাকি নেই। আমি শেষ ২০ থেকে ২২ বছর ধরে বিভিন্ন ধরনের গালি খাচ্ছি। সন্ধ্যায় ওরা গালি নিয়ে মজা করুক, কিন্তু তারপর দিনশেষে পদ্মই খেলা খেলবে।’ নরেন্দ্র মোদি বলেন, ‘এই গালি শুনে কেউ বিরক্ত হবেন না। সবাই বুক ফুলিয়ে চলুন। রাজনীতিতে আমাদের লক্ষ্য সব সময় সেবামূলক হওয়া উচিত। তেলেঙ্গানায় যারা সরকারে আছেন, তাদের লক্ষ্য শুধু মোদিকে গালি দেওয়ার দিকেই।’ তিনি বলেন, ‘কেউ কেউ আমাকে বলেন, আপনি থামেন না? আমি তাদের বুঝিয়েছি, আমি রোজ দুই কেজি, তিন কেজি গালি খাই। ঈশ্বর আমাকে এমন আশীর্বাদ দিয়েছেন যে, এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয়ে যায়। এই পুষ্টিই জনতার সেবায় কাজে লাগাই।’ নিউজ ১৮।

 



 

Show all comments
  • Golam mustafa ১৪ নভেম্বর, ২০২২, ৩:০৮ এএম says : 0
    তবুও তোমার লজ্জা লাগে না। গরুর ছেলে তোমার বাবা ছিল গন্ডার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ