Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড কাঁপানো সেই ইরানির মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্যারিসের বিমানবন্দরে গত ১৮ বছর ধরে অবস্থানকারী ইরানি মেহরান করিমি নাসেরি অবশেষে মারা গেছন। মারা যাওয়ার আগে তিনি রেইসি চার্লস ডি গুলে বিমানবন্দরের ছোট্ট একটি এলাকাকে ১৯৮৮ সাল থেকে নিজের ঘরবাড়ি হিসেবে ব্যবহার করছিলেন। তার এই কাহিনী নাড়িয়ে দেয় হলিউডকে। তাকে নিয়ে ২০০৪ সালে নির্মিত হয়েছে ছবি ‘দ্য টার্মিনাল’। এতে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা টম হ্যাঙ্কস। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, নাসেরিকে ফ্রান্সে বসবাসের অধিকার দেয় হয়েছিল। কিন্তু দু’চার সপ্তাহ পরে তিনি ফিরে যান বিমানবন্দরে। সেখানেই প্রাকৃতিকভাবে তিনি শেষ পর্যন্ত মারা গেছেন। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য দিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা। নাসেরির জন্ম ১৯৪৫ সালে ইরানের খুজেস্তানে। মায়ের খোঁজে তিনি প্রথমে ইউরোপ পাড়ি দিয়েছিলেন। প্রথমে কয়েক বছর অবস্থান করেন বেলজিয়ামে। তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে দেশ থেকে বের করে দেয় বৃটিন, নেদারল্যান্ডস এবং জার্মানি। তারপর তিনি ঠাঁই খোঁজেন ফ্রান্সে। বিমানবন্দরের ২এফ টার্মিনালকে নিজের ঘর বানিয়ে ফেলেন। তার চারপাশ দিয়ে লোকজন চলাচল করে। ট্রলি ঠেলে নিয়ে যায়। তার মাঝে বসে তিনি নোটবুকে লিখে যান জীবনের ডায়েরি। পড়েন বই আর খবরের কাগজ। তার এই কাহিনী আন্তর্জাতিক মিডিয়ার মনোযোগ আকর্ষণ করে। এক পর্যায়ে বিষয়টি চোখে পড়ে যায় চলচ্চিত্র পরিচালক স্টিফেন স্পিলবার্গের। তাই এই কাহিনী নিয়ে তিনি নির্মাণ করে ফেলেন ছবি ‘দ্য টার্মিনাল’। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ