Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশ্বিক স্থিতি রক্ষায় ঐক্যবদ্ধ হবার আহবান জানালেন হুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে এখন চলছে রাজনৈতিক দ্ব›দ্ব ও উত্তেজনা। যার বিরূপ প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। এসব প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষার্থে বিশ্বের নেতাদের এক হওয়ার আহবান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের চেয়ারম্যান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। রোববার পূর্ব এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এখনই সবাই এক না হয় তাহলে বিশ্বব্যাপী কষ্টার্জিত স্থিতিশীলতা বিনষ্ট হয়ে যাবে। এ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। কোনো পক্ষ বা দেশের নাম উল্লেখ না করে সবাইকে এক হওয়ার আহবান জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। তাইওয়ানকে ঘিরে চীনের চালানো সামরিক মহড়া এবং ইউক্রেনে রাশিয়ার কথিত সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ সব ধরনের বিরূপ প্রভাব পড়েছে। এ ব্যাপারে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান অনেক চ্যালেঞ্জ এবং উত্তেজনা আমাদের আগের কষ্টার্জিত স্থিতিশীলতা বৃদ্ধির প্রচেষ্টার ক্ষতি করছে এবং মানুষের জীবনমানের ওপর বিরূপ প্রভাব ফেলছে।’ কম্বোডিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং উপস্থিত ছিলেন। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ জোটের সম্মেলনে বহুল কাঙ্খিত বাইডেন-শি বৈঠকের আগে সম্মেলনটি হলো। সম্মেলনটিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ অন্যান্য দেশের নেতারাও অংশ নিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ