Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংলাপের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে : আলভি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বেশ কয়েক মাস ধরে পাকিস্তানে চলছে রাজনৈতিক উত্তেজনা। এরমধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুপ্তহত্যার চেষ্টার পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সেই উত্তাপ বেড়েছে আরও। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিভেদ কাটাতে মাঠে নেমেছিলেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। এমনকি শেহবাজ শরিফের বর্তমান জোট সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে সংলাপের চেষ্টাও করেছিলেন তিনি। তবে সেসব চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট নিজেই এই তথ্য সামনে এনেছেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে বর্তমান বিভেদ দূর করার জন্য নিজের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, তিনি দেশকে ঐক্যবদ্ধ রাখতে চান। তিনি বলেন, এনএবি আইনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা ভুল ছিল। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম । প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি শনিবার জানিয়েছেন, তিনি শেহবাজ শরিফের জোট সরকার এবং ইমরান খানের পিটিআইয়ের মধ্যে আলোচনার মাধ্যমে আগাম নির্বাচনের একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, তিনি উভয় পক্ষের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমিত করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, ‘কিন্তু সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।’ প্রেসিডেন্ট আলভি শনিবার পাঞ্জাব গভর্নর হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে দেশে আগাম নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। কাকতালীয়ভাবে ইমরান খানও একই দাবি জানিয়ে আসছেন। পাকিস্তানের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট আলভি বলেন, যেসব প্রতিষ্ঠান বর্তমান সংকটের বিষয়টি সমাধানে কার্যকর ভ‚মিকা রাখতে পারে তাদের সঙ্গে তিনি যোগাযোগ করছেন। দ্য ডন, দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ