মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জীবনযাত্রায় সঙ্কট কাটাতে কর্মীদের ৬০০ পাউন্ড করে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। দ্য সান পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পরিচ্ছন্নতাকর্মীসহ অন্য কর্মীদের চলতি মাসের বেতনের সঙ্গে বাড়তি এই অর্থ প্রদান করা হবে। বিপুল পরিমাণ অর্থের একটি অংশ রাজার ব্যক্তিগত আয় থেকে আসবে। ৩০ হাজার পাউন্ডের কম উপার্জনকারী কর্মীরা ৬০০ পাউন্ড একবার পাবেন। এর বেশি উপার্জনকারী কর্মীরা বাড়তি এই অর্থ কম পরিমাণে পাবেন। এ ব্যাপারে বাকিংহাম প্যালেস থেকে মন্তব্য করা হয়নি। বিবিসি জানতে পেরেছে, পরিচ্ছন্নতাকর্মী ছাড়াও অন্য কর্মীরা একটি করে বোনাস পাবেন। যাদের মাসিক আয় ৩০ হাজার থেকে ৪০ হাজার পাউন্ড, তারা একবার ৪০০ পাউন্ড করে বোনাস পাবেন। আর যাদের বেতন ৪০ হাজার থেকে ৪৫ হাজার পাউন্ডের মধ্যে, তারা পাবেন ৩৫০ পাউন্ডের বোনাস। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।