Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা সত্ত্বেও শরণার্থীদের সেবা দিয়ে যাচ্ছে ইরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ৭:৫৪ পিএম

নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপ সত্ত্বেও শরণার্থীদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে ইরানের যে বিস্তৃত নীতি রয়েছে তা অব্যাহত রেখেছে দেশটি। ইরানের এই নীতি প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইননা গ্ল্যাডকোভা।

তেহরান প্রদেশের পাকদাশত কাউন্টিতে নির্মিত বিদেশি নাগরিকদের জন্য দ্বাদশ-শ্রেণির স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং শিক্ষা মন্ত্রণালয়ের অংশগ্রহণে স্কুলটি নির্মিত হয়।

গ্ল্যাডকোভা বলেন, শরণার্থীদের জন্য সর্বোত্তম সমাধান এবং সবচেয়ে স্থিতিশীল সহায়তা ব্যবস্থা হলো ইরানি নাগরিকদের মতো স্কুল এবং শিক্ষায় তাদের প্রবেশাধিকার থাকা। ইরান সব শরণার্থীকে অন্তর্ভুক্ত করার জন্য কার্যকর এবং ক্রমাগত ব্যবস্থা নিয়েছে এবং ইউএনএইচসিআরও তার বাধ্যবাধকতা পূরণের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছে। খবর ইরনার।

উল্লেখ্য, ইরানে ৮ লাখেরও বেশি নিবন্ধিত শরণার্থী এবং প্রায় ২৬ লাখ অনথিভুক্ত আফগান শরণার্থী রয়েছে৷

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ