গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরীসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। রোববার দক্ষিন যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তা করা হয়। গ্রেপ্তাত ব্যক্তিদের নাম- মো. মিন্টু মোল্লা (৪০), মো. বাবুল ওরফে বিপ্লব (২১), মো. বাপ্পি (৩২), সোহান (২১) ও নাদিম মাহমুদ (৩০)।
এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ৮ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব-১০ এর অধিনায়ক জানায়, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরীসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।