মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তার দেশ বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অবদান রাখবে।
তিনি গতকাল (শনিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত ‘সাহায্য হিসেবে হাইব্রিড ধান এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন। সেমিনারে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো একটি লিখিত বক্তব্যও পড়ে শোনান।
ওয়াং ই বলেন, সিপিসি’র সদ্যসমাপ্ত বিংশ জাতীয় কংগ্রসে বলা হয়েছে, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়ন মানবজাতির উন্নয়নে নতুন অবদান রাখছে এবং চীনের নতুন উন্নয়ন বিশ্বের জন্য নতুন সুযোগও সৃষ্টি করছে।
ওয়াং ই আরও বলেন, বতর্মান বিশ্বে খাদ্য নিরাপত্তা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। চীন বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে একযোগে কাজ করে বিশ্বের খাদ্য নিরাপত্তা রক্ষা ও জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নের জন্য নতুন অবদান রাখতে ইচ্ছুক। সূত্র: সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।