মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আশঙ্কাজনকহারে বাড়ছে এইচআইভি রোগীর সংখ্যা। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ওমান নিউজের বরাত দিয়ে গাল্ফ নিউজ এ তথ্য জানিয়েছে। ওমানে প্রতি সপ্তাহে গড়ে ৮ জন করে এইডস আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। গত বছর ওমানে ৩ হাজার ৫৮০ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছিলেন যার মধ্যে মারা গেছেন ১ হাজার ৯৬০ জন।
ওমানের রয়্যাল হাসপাতালের সংক্রামক ব্যাধি বিভাগের জ্যেষ্ঠ নার্স জালিলা আল নোয়ামানিয়া বলেছেন, ওমানে এইডস রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সচেতনতার অভাবে ২০১০ সাল থেকে এইডস রোগীর সংখ্যা বেড়েছে ৪১ শতাংশ। আক্রান্ত রোগীর মধ্যে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থী আছে-- যারা ধর্ষণের শিকার হয়েছিল।
এইচআইভি সংক্রামিত ব্যক্তি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি গ্রহণ করলে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রাখলে অন্যকে সংক্রামিত করার ঝুঁকি কম থাকে। সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি গ্রহণ এবং নিয়মিত চিকিৎসা গ্রহণে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠতে পারেন। অন্যদের মধ্যে সংক্রমণের রোধের জন্যও তা গুরুত্বপূর্ণ। সূত্র : গাল্ফ নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।