মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বহু মানুষই চিড়িয়াখানায় বা খোলা জায়গায় বানরকে খাবার খাওয়াতে পছন্দ করেন। বিশেষ করে ঘুরতে গেলে বহু পর্যটকই হনুমান বা বানরের সঙ্গে মেতে ওঠেন নানা খেলায়। তেমনি এক বানরের সঙ্গে খুনসুটি করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন সুপার মডেল পলা মঞ্জনাল। বানরের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ করেই পোশাক টেনে ধরে তার। কোন রকমে নিজেকে রক্ষা করেন মডেল।
খবরে বলা হয়েছে, ২৮ বছর বয়সী পলা পেরুর বাসিন্দা। পেরুর সৌন্দর্য প্রতিযোগিতায় দেশের সেরা সুন্দরীও নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি বালি ঘুরতে যান পলা। সেখানেই ঘটে এই ঘটনা।
রিপোর্ট, ইন্দোনেশিয়ার ‘উবুড মাঙ্কি ফরেস্ট’-এ ম্যাকাক প্রজাতির একটি বানরের সঙ্গে খেলছিলেন তিনি। আচমকাই আক্রমণাত্মক হয়ে ওঠে সেই বানর। মডেলের টপ ধরে টানাটানি শুরু করে। পলা কোনও ক্রমে নিজের পোশাক বাঁচাতে গেলে বানরটি সপাটে চড় মারে মডেলের গালে।
পুরো ওই ঘটনা ধরা পড়েছে পাশে দাঁড়ানো এক ব্যক্তির ক্যামেরায়। মডেল নিজেই সেই ভিডিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। শিরোনামে লিখেছেন, আমি কোনও ভাবেই চাইনি, ও আমাকে স্পর্শ করুক।
মডেলের সেই ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। টিকটকে ইতোমধ্যেই প্রায় ৫১ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। নেটিজেনদের অনেকেই বলছেন, বন্যপ্রাণীর এত কাছে যাওয়া উচিত হয়নি পলার।
কেউ আবার বলছেন, মডেলের ভাগ্য ভাল যে চোখে আঘাত লাগেনি। বানরটি যখন আক্রমণ করে, তখন যদি তার হাত কোনও ভাবে চোখে লেগে যেত তবে গুরুতর আহত হতে পারতেন মডেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।