মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে তৈরি গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি করার বিষয়টি বিবেচনা করছে টেসলা। পরিকল্পনা চূড়ান্ত হলে এটি হবে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিপরীতমুখী একটি পদক্ষেপ। পরিকল্পনার সঙ্গে যুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। সাংহাইয়ের কারখানায় স্বল্প ব্যয়ের সুবিধা কাজে লাগাতে চাইছে বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। পাশাপাশি চীনে ধীর চাহিদার বিষয়টিও এ পরিকল্পনাকে প্ররোচিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টেসলা চীনভিত্তিক সরবরাহকারীদের তৈরি যন্ত্রাংশ উত্তর আমেরিকার স্থানীয় বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা খতিয়ে দেখছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যেই চীনে তৈরি মডেল ওয়াই ও মডেল থ্রি গাড়ি যুক্তরাষ্ট্রে রফতানি করা হবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।