Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণে অভিযুক্ত, দেশে নিজেকে মৃত দেখিয়ে অন্য পরিচয়ে ভিনদেশে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাজ্যের একটি আদালতের বিচারক বলেছেন, গত বছর স্কটিশ হাসপাতালে গ্রেপ্তার হওয়া একজন ব্যক্তি যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে আসা নিকোলাস রসি। লোকটি নিজের নাম আর্থার নাইট দাবি করেছেন। কিন্তু এডিনবরা শেরিফ কোর্ট বলেছে, লোকটির ট্যাটু এবং আঙুলের ছাপ যুক্তরাষ্ট্রের নিকোলাস রসির সাথে মিলেছে। যুক্তরাষ্ট্রে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে রসির বিরুদ্ধে। এ কারণে বর্তমানে তার প্রত্যর্পণ চাইছে যুক্তরাষ্ট্র। অভিযোগ উঠেছে, নিজেকে মৃত দেখিয়ে বিচার প্রক্রিয়া থেকে বাঁচতে ভ্ন্নি পরিচয়ে স্কটল্যান্ডে পালিয়ে গেছেন রসি। অন্যদিকে গত বছরই তিনি দাবি করেছেন, তার নাম আর্থার নাইট; আয়ারল্যান্ডের একজন অনাথ হিসেবেও দাবি করেছেন; যিনি কখনো যুক্তরাষ্ট্রে যাননি। তিনি এটাও দাবি করেছেন যে, নিকোলাস রসির শরীরে থাকা স্বতন্ত্র ট্যাটুগুলো তার শরীরে এঁকে দেওয়া হয়েছে গ্লাসগোর একটি হাসপাতালে অচেতন অবস্থায় পড়ে থাকা অবস্থায়। কিন্তু তিন দিনের শুনানির পর শেরিফ নরম্যান ম্যাকফ্যাডিন বলেছেন, আর্থার নাইট হিসেবে নিজেকে দাবি করা লোকটি প্রকৃতপক্ষে নিকোলাস রসি। মামলা চলা অবস্থায় রসি কমপক্ষে ছয়জন আইনজীবীকে বদলেছেন। কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তার স্ত্রী মিরান্ডা নাইট শুনানির সময় আদালতে সাক্ষ্য দিয়েছেন, তার স্বামী কোনো ইঙ্গিত দেননি যে- তিনি সত্যিই নিকোলাস রসি। তার বিয়ের সার্টিফিকেট আদালতে উপস্থাপন করা হয়েছে। সেখানে তিনি নিজেকে নিকোলাস ব্রাউন হিসেবে উল্লেখ করেছেন। আদালতে হুইলচেয়ারে বসে উপস্থিত হয়েছেন ওই ব্যক্তি। ২০০৮ সালে ২১ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ