Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতা নারী পুলিশ সদস্যের কামড় খাওয়ার অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের কলকাতার রাস্তায় আন্দোলনে নেমে পুলিশের কামড় খাওয়ার অভিযোগ করেছেন পরীক্ষার্থী অরুণিমা পাল। সে ব্যাপারে তদন্তে নেমে তাকে এবং অভিযুক্ত পুলিশকর্মী ইভা থাপাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আগামী সপ্তাহের শুরুর দিকেই অভিযুক্ত ইভা এবং অভিযোগকারী অরুণিমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। এ বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভার দেওয়া হয়েছে ডিসি দক্ষিণ (২) বুদ্ধদেব মুখোপাধ্যায়কে। কামড়-কাণ্ডে ইভা এবং অরুণিমার বক্তব্য খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, কলকাতার সাগর দত্ত হাসপাতালের পরীক্ষায় চাকরিপ্রার্থী অরুণিমা পালের হাতে ‘হিউম্যান বাইট’ বা মানুষের কামড়ের আঘাতের প্রমাণ মিলেছে। ওই হাসপাতালের চিকিৎসক তাকে সার্টিফিকেট দিয়েছেন, মানুষের কামড়ের ফলেই ওই চাকরিপ্রার্থীর হাতে আঘাত লেগেছে। যে পুলিশকর্মী তাকে কামড়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন অরুণিমা। ২০১৪ সালের টেট উত্তীর্ণ অরুণিমা অন্যদের সঙ্গে কলকাতার রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন গত বুধবার। ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সামনে বিক্ষোভ চলা অবস্থায় অন্যদের সঙ্গে তাকেও পুলিশ ভ্যানে তোলা হয়। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ