Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবাধিকার নিয়ে জাতিসংঘে যেসব প্রশ্নের সম্মুখীন ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

মানবাধিকার নিয়ে জাতিসংঘে নানা প্রশ্নের সম্মুখীন হল ভারত। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা বা নিজের ধর্মাবলম্বনের প্রশ্নে ভারতের সংখ্যালঘুদের উপরে এখনও নির্দেশ চাপিয়ে দেওয়া হচ্ছে কি? ঘৃণার ভাষ্য কি কমেছে কিছুটা? নাগরিকত্ব সংশোধনী আইন পুনর্বিবেচনা করা নিয়ে নরেন্দ্র মোদী সরকারের কোনও ভাবনাচিন্তা আছে কি? সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া, মতামত প্রকাশে অসহিষ্ণুতার বিষয়ে যে অভিযোগ শোনা যাচ্ছে, তা কত দূর বাস্তব? আমেরিকা এবং পশ্চিমের বিভিন্ন দেশ ভারতের মানবাধিকার সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এই আগাম প্রশ্নপত্র পাঠিয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদকে। পরিষদের পক্ষ থেকে জেনিভায় চলছে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর)। এই সপ্তাহে ভারতের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখছে পরিষদ। জানা গেছে, আমেরিকার জো বাইডেন প্রশাসন, ব্রিটেন, কানাডা, জার্মানি, বেলজিয়ামের পক্ষ থেকে গুচ্ছ প্রশ্ন জমা হয়েছে আগাম। ভূকৌশলগত অস্থিরতার মধ্যে ভারত ভারসাম্যের কূটনীতি নিয়ে চেষ্টা করছে আমেরিকা তথা পশ্চিম এবং রাশিয়া উভয়পক্ষের সঙ্গে সমানভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে। যুদ্ধ বন্ধ করতে ভারতের ভূমিকাকে একদিকে স্বাগত জানাচ্ছে আমেরিকা, অন্যদিকে রাশিয়া উচ্চকন্ঠে প্রশংসা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কূটনৈতিকভাবে এই সুবিধাজনক জায়গাটি ক্রমশ অর্জন করে যখন নিজেদের জাতীয় স্বার্থের শর্তে উঁচু গলায় কথা বলছে সাউথ ব্লক, তখন এই অভিযোগগুলো আন্তর্জাতিক বাতাসে ভেসে বেড়ানোয় যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে মোদী সরকারকে। এই নিয়ে প্রশ্নোত্তর সামাল দেওয়া এবং মানবাধিকার নিয়ে দেশের রেকর্ডকে অক্ষত রাখার জন্য জেনিভা পাঠানো হয়েছে দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে। সঙ্গে রয়েছেন বিদেশ মন্ত্রণালয়ের সচিবরা। মানবাধিকার পরিষদ প্রস্তাবিত বিভিন্ন পদক্ষেপ কোন দেশ কতটা নিতে পারল, তার প্রামাণ্য নথি প্রতি বছর জমা দিতে হয় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে। সেই রিপোর্ট খতিয়ে দেখে কমিশন এবং জাতিসংঘের বাকি রাষ্ট্রগুলোও। এবারে বাইডেন সরকারের পক্ষ থেকে ভারত সংক্রান্ত নির্দিষ্ট প্রশ্নাবলী আগাম জমা পড়েছে কমিশনের কাছে। তাতে জানতে চাওয়া হয়েছে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে অথবা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কোনও সরকারি কর্তা, ব্যক্তি, বা গোষ্ঠীর হুমকি বা আক্রমণ থামাতে, শাস্তি দিতে, ঘটনার অনুসন্ধান করতে মোদী সরকার কী কী ব্যবস্থা নিয়েছে। বেলজিয়ামের পক্ষ থেকে মানবাধিকার পরিষদের কাছে জানতে চাওয়া হয়েছে, সংখ্যালঘুদের নিশানা করা নাগরিকত্ব আইন, ধর্মান্তরণ বিরোধী আইনগুলো নিয়ে কি ভারত পুনর্বিবেচনা করছে বা ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে? আল-জাজিরা, আইডিআরডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ