মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কর্মকর্তার লাশ
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন পার্টিতে ১৫৬ জন নিহতের ঘটনায় তদন্তকারী কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। ৫৫ বছর বয়সী ওই তদন্তকারী কর্মকর্তার নাম জিওং। তিনি স্থানীয় পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার স্থানীয় সময় রাতে সিউলে ওই কর্মকর্তার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি হ্যালোইন পার্টির এই ট্রাজেডি নিয়ে তদন্ত করছিলেন। তবে ওই পার্টিতে বহু মানুষের ভিড়ের কারণে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন একটি গোয়েন্দা রিপোর্ট সরিয়ে ফেলার অভিযোগ ছিল জিওংয়ের বিরুদ্ধে। তিনি ওই রিপোর্ট ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন বলেও জানা গেছে। ডেইলি মেইল।
মেক্সিকোয় নিহত ৯
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোতে একটি বারে বন্দুকধারীদের হামলায় নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। প্রতিবেদনে জানানো হয়, বুধবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে দেশটির গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাপাসিও এল আল্টো শহরের একটি বারে এই হামলা হয়। স্থানীয় পৌর কর্তৃপক্ষ বলছে, হামলাকারীরা একটি ট্রাকে করে লেক্সাস বারে এসে ভেতরে থাকা লোকদের ওপর গুলি চালায়। এতে পাঁচজন পুরুষ ও চারজন নারী নিহত হয়। বারে হামলার কয়েক ঘণ্টা আগে তারা আশপাশের এলাকায় অন্তত ১৮টি গাড়ি পুড়িয়ে দেয়। রয়টার্স।
পূর্ব তিমুর
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা ১০-জাতির আসিয়ান আঞ্চলিক ব্লকে পূর্ব তিমুরকে যোগদানের সম্মত হয়েছে। স্বাগতিক কম্বোডিয়ায় আয়োজিত এক শীর্ষ সম্মেলনের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর অ্যাসোসিয়েশনের নেতারা পূর্ব তিমুরকে আসিয়ানের ১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দিতে নীতিগতভাবে সম্মত হয়েছি।’ এএফপি।
সর্বোচ্চ ভোটকেন্দ্র
ইনকিলাব ডেস্ক : বিশ্বের সর্বোচ্চ ভোট কেন্দ্রের খেতাব দখলে রেখেছে ভারতের হিমাচল প্রদেশের তাশিঙ্গা। এই ভোট কেন্দ্রের উচ্চতা ১৫ হাজার ২৫৬ মিটার। আর বিশ্বের সর্বোচ্চ ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা মাত্র ৫২ জন। জ্যেষ্ঠ নাগরিক ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। হিমাচলের বিধানসভা নির্বাচনে ৬৮ আসনের বিপরীতে লড়ছেন ৪১২ প্রার্থী। পাহাড় অধ্যুষিত এই রাজ্যটিতে অনেক দুর্গম ভোট কেন্দ্র রয়েছে। যেখানে অনেক ভোট কেন্দ্রে নির্বাচন কর্মীদের পায়ে হেঁটে পৌঁছাতে হয়েছে। তুষারপাতের কারণে কোথাও কোথাও বিপাকে পড়তে হচ্ছে ভোট কর্মীদের। এনডিটিভি।
বাইরে রেখেই
ইনকিলাব ডেস্ক : বিরোধী দলীয় প্রার্থীদের নিষেধাজ্ঞায় রেখেই ভোট চলছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে। এই নির্বাচনে বিপুল সংখ্যক প্রার্থী অংশ নিলেও নিষেধাজ্ঞার কারণে থাকতে পারছে না প্রধান দুই বিরোধী দল। ফলে এই নির্বাচনেও কোনো ধরনের পরিবর্তন আসছে না বলেই মনে করছে মানবাধিকার সংস্থাগুলো। এই নির্বাচনে মোট ৩৩০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। যাদের মধ্যে ৭৩ জনই নারী। গত নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ছিল ২৯৩ আর নারী ছিলেন ৪১ জন। সেই হিসেবে নারী প্রার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এএফপি।
নাইজেরিয়ায় ১২
ইনকিলাব ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্ত হয়ে ১২ জন প্রাণ হারিয়েছেন। মূলত ট্যাঙ্কার বিস্ফোরণের পর ভুক্তভোগীরা আগুনে পুড়ে মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এতে বলা হয়েছে, উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্ত এবং এরপর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে শুক্রবার দেশটির পুলিশ জানিয়েছে। নাইজেরিয়ার পুলিশের একজন মুখপাত্র বলেছেন, গত বৃহস্পতিবার রাতে কোগি প্রদেশের ওফু কাউন্সিল এলাকায় একটি প্রধান সড়কে ট্যাঙ্কারটির ব্রেকে ত্রুটি দেখা দেয় এবং হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে একপর্যায়ে ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।