Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমি’র স্বপ্ন দেখছেন অলিভার

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশকে সেমিফাইনালে খেলানোর স্বপ্ন দেখছেন জার্মান কোচ অলিভার কার্টজ। গতকাল বাংলাদেশ হকি ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক ও সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীর।
ফেডারেশনের সঙ্গে চুক্তি না হলেও বাংলাদেশ জাতীয় হকি দলকে নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন অলিভার। তবে চুক্তির কথা ভাবছে ফেডারেশন। এ বিষয়ে আবদুস সাদেক বলেন, ‘আমরা দু’পক্ষই নৈতিকভাবে সম্মত যে, ক’দিনের মধ্যে অলিভারের সঙ্গে চুক্তি হবে। তিনি তার চুক্তির মধ্যে বাংলাদেশের ঘরোয়া লিগের সময় সূচি ও অন্য প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। এরপরই তিনি নিজের পুরো পরিকল্পনা সাজাবেন। আমরা আইনগত বিষয়গুলোও বিবেচনা করছি।’ এ প্রসঙ্গে অলিভার বলেন,‘আমি বাংলাদেশ হকি নিয়ে কাজ করতে পেরে গর্বিত। বাংলাদেশের এশিয়া কাপ মিশন পর্যন্ত এখানেই থাকবো। এর মধ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও দেবো। যার ব্যাপ্তি হবে দুই থেকে তিন বছর।’ তিনি আরও বলেন, ‘আমি ইতোমধ্যেই ৩৫ থেকে ৪০ জন খেলোয়াড় নিয়ে কাজ শুরু করেছি। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দলকে নিয়ে যাবো বিকেএসপিতে। এজন্য ফেডারেশনের কাছে একজন অ্যাথলেটিক কোচ চেয়েছি। দুই সপ্তাহ সেখানে ফিটনেস প্রোগ্রামের পর শুরু হবে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি। এখানে সাত-আটটা ম্যাচ খেলে দলকে ছোট আকারে নিয়ে আসবো।’
অলিভার বলেন, ‘জানুয়ারির শেষদিকে কিংবা ফেব্রæয়ারির মাঝামাঝিতে দল যাবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ফিরে এসে ইউরোপিয়ান দলের সঙ্গে তিন চারটি ম্যাচ খেলবে জাতীয় দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে রাশিয়াও আমাদের বিবেচনায় রয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমি

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ