মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ধৈর্য ধরুন, সাধারণ ভোটদাতাদের আজ এই বার্তা দিলেন নির্বাচনী কর্মকর্তা। মঙ্গলবার অর্ন্তর্বর্তী নির্বাচনের পরে তিন দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সিনেট বা হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। দু’কক্ষেই অবশ্য এগিয়ে রিপাবলিকানেরা।
সংখ্যাগরিষ্ঠতা থেকে সিনেটে তারা মাত্র তিনটি ভোট দূরে রয়েছে। জর্জিয়ায় ৬ ডিসেম্বর পুনর্নিবাচন ঘোষণা করা হয়েছে। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে সিনেট-চিত্র স্পষ্ট হবে না। অন্য দিকে, হাউসে সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও ৭টি আসন দূরে রিপাবলিকানেরা। কিন্তু যে সব প্রদেশে ভোটগণনা বাকি সেগুলি ডেমোক্র্যাট বা রিপাবলিকান, যে কোনও দলের দিকেই যেতে পারে।
এই দোলাচলের মধ্যেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, এ বারের ভোটে প্রচুর কারচুপি করেছে জো বাইডেনের দল। পেনসিলভেনিয়ায় ২ লক্ষেরও বেশি ভোটে হেরে গিয়েছেন সিনেটর পদপ্রার্থী, রিপাবলিকান দলের মোহাম্মদ ওজ।
ট্রাম্পের মতে, বিশাল মাপের কারচুপি না হলে এত বিরাট ব্যবধানে জেতা সম্ভব হত না ডেমোক্র্যাট প্রার্থীর। তার মতে, নেভাডা ও আরিজোনাতেও প্রচুর কারচুপি করেছে ডেমোক্র্যাটেরা। তা সত্ত্বেও কংগ্রেসের দু’টি কক্ষেই রিপাবলিকানেরা সহজেই জয়ী হবে, জানিয়েছেন প্রত্যয়ী ট্রাম্প। সূত্র: এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।