নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সাইফ পাওয়ারটেক জাতীয় বয়সভিত্তিক সাঁতারের প্রথম দিনে ৩৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন খুদে সাঁতারুরা। গতকাল মিরপুরস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ১৩-১৪ বছরের বালক বিভাগের ১০০ মিটার ব্যাক স্ট্রোকে বিকেএসপির ইমরান হাসান ও ব্রাহ্মনবাড়িয়ার আকিব হোসেন যুগ্মভাবে নতুন রেকর্ড গড়েন। এক মিনিট ১২.০৪ সেকেন্ডে তারা এই রেকর্ডের মালিক হন। ১৮-২০ যুবতী বিভাগে ২০০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির নুপুর খাতুন দুই মিনিট ২৩.১২ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। দুই মিনিট ৩১.১২ সেকেন্ডে আগের রেকর্ডটি ছিল একই সংস্থার খাদিজা খাতুনের। ১৮-২০ বছর যুবক বিভাগে মুন্সিগঞ্জের আমিরুল ইসলাম ১০০ মিটার ব্যাকস্ট্রোকে এক মিনিট ৩.৩৭ সেকেন্ডে নিজের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন। বিকেএসপিতে থাকাকালীন এক মিনিট ৪.৩০ সেকেন্ডে আগের রেকর্ডটি ছিল তার। প্রথম দিন শেষে ২৩টি স্বর্ণ, ২৫ রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে আছে বিকেএসপি। ৪ সোনা এবং ৯টি করে রুপা ও ব্রোঞ্জপদক জিতে দ্বিতীয় স্থানে আনসার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।