Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলের নির্বাচনে জালিয়াতির শঙ্কা

সিএনএন | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

২০২২ সালের সাধারণ নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে ব্রাজিলের আদালতকে নিজস্ব তদন্ত চালানোর আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা গত মাসে ব্রাজিলের সাধারণ নির্বাচনে জয় লাভ করেন। এরপরই নির্বাচনে সম্ভাব্য জালিয়াতির বিষয়ে বারবার দাবি তোলেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে, দেশটির নির্বাচনী প্রক্রিয়ায় কোনো জালিয়াতি বা অসঙ্গতি দেখা যায়নি বলে জানালেও জালিয়াতি না হওয়ার সম্ভাবনাটিকে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরিবর্তে, তারা ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং মেশিনের জন্য প্রোগ্রামের কোডিংয়ে একটি অনুমানমূলক নিরাপত্তা হুমকির শঙ্কা বর্ণনা করেছে। মন্ত্রণালয় বলেছে যে, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে যেসব প্রোগ্রাম চালানো হয়েছে, সেগুলো অনুপ্রবেশমুক্ত ও তাদের কার্যকারিতাকে পরিবর্তন করে না, তা নিশ্চিত করা সম্ভব নয়’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ