Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মায়ের আদার পেতে আবদার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময়ই বেশ কিছু পশুপাখিদের ছবি বা ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এবার খুবই মিষ্টি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ভিডিওতে, এক বাচ্চা ক্যাঙারুকে তার মায়ের পেটের থলির মধ্যে প্রবেশ করতে দেখা যায়।
প্রথমে বেশ কয়েকবার চেষ্টা করেও সফল না হওয়ার পর অবশেষে নিজের পেটের উপর থাকা থলিতে ঢুকতে সক্ষম হয় সেই বাচ্চা ক্যাঙারু। আর নেট মাধ্যমে এই মজার ভিডিওটি শেয়ার হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
যে ভাবে বাচ্চা ক্যাঙারুটি তার পেটে থলিতে প্রবেশ করার চেষ্টা করছিল তা দেখে আনন্দে আপ্লুত হতে দেখা যায় নেটিজেনদের। আকারে ও আয়তনে একটু বড় হওয়ার কারণে প্রথমে থলির ভেতরে ঢোকার চেষ্টা করলেও ছিটকে বাইরে পড়ে যাচ্ছিল। কিন্তু নিজের কাজে সফল হয় সেই বাচ্চা ক্যাঙারুটি।
শেয়ার হওয়ার পর থেকে ইতোমধ্যেই ২৭ লাখ ছাড়িয়েছে এই ভিডিওর ভিউ। বহু নেটিজেনই বিষয়টিকে কিউট বলেই মন্তব্য করেছেন। কেউ কেউ আবার কমেন্ট করেছেন যে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে স্ক্রল করে বেরিয়ে যাওয়া একেবারেই অসম্ভব।
জন্মের পর প্রায় ৮ মাস এই মায়ের পেটের নিচে থলির মধ্যেই কাটায় একটি বাচ্চা ক্যাঙারু। এরপর শুধুমাত্র খাবার খাওয়ার জন্য প্রায় ৬ মাস এই থলির ভেতরে ফিরে আসে বাচ্চা ক্যাঙারুটি। ফলে শত্রুদের হাত থেকেও নিজের বাচ্চাকে রক্ষা করতে পারে মা ক্যাঙারু। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, রেডিড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ