মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে। ভারতীয় বংশোদ্ভূত অন্নেকা পটেল জানান, করোনা মহামারির সময়ে তিনি মেটায় যোগদান করেন। সম্প্রতি তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। মাঝরাতে সদ্যোজাত শিশুকে খাওয়াতে উঠেই অফিসের মেইল দেখতে পান। মেইলে তাকে ছুটিতে থাকাকালে ছাঁটাই করা হয়েছে বলে জানানো হয়েছে। মাত্র কয়েক মাসের শিশুকে নিয়েও সময় বাঁচিয়ে কাজ করে যাচ্ছিলেন অন্নেকা। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় বাড়ি থেকে কাজ করার অনুমতিও মিলেছিল। সন্তান জন্ম দেওয়ার পর এমনিতেই মায়েদের অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তার ওপর এই রকম একটা খবরে মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়েছে তার। শুধু আন্নেকাই নয়, ভারত থেকে কানাডায় সদ্য পা রাখা হিমাংশু ভি-ও এমন পরিস্থিতির শিকার। যোগদানের মাত্র দুই দিনের মাথায় চাকরি হারিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘মেটা সংস্থায় নিযুক্ত হওয়ার দুদিনের মাথায় আমার পথচলা শেষ হয়ে গেল।’ এদিকে কর্মী ছাঁটাইয়ের কারণ জানানো হয়েছে মেটার দপ্তর থেকে। সংস্থাটি বলছে, মেটা তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তাই এই ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। এই নিয়ে মেটা সংস্থা ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করে ফেলেছে। পাশাপাশি টুইটারও তাদের কর্মী সংখ্যা প্রায় ৫০ শতাংশ ছাঁটাই করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।