Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীকে ইরানের হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইরানি পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর মারা যায় মাহসা আমিনি । এর জেরে দেশটিতে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কড়া হুমকি ও সহিংস পদক্ষেপ নিয়েও বিক্ষোভ দমাতে পারছে না ইরান কর্তৃপক্ষ। তবে দেশজুড়ে বিক্ষোভের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, সউদী আরবসহ তার শত্রুদের দায়ী করেছে ইরান। এই নিয়ে এবার একপ্রকার প্রচ্ছন্ন হুমকি দিলো দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে প্রতিদিনের বিক্ষোভ ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে সউদী আরবসহ প্রতিবেশী দেশগুলির পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে ইরান। দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব গত বুধবার বলেছেন, ‘আমি সউদী আরবকে বলতে চাই যে আমরা প্রতিবেশী হওয়ার কারণে আমাদের ও এই অঞ্চলের অন্যান্য দেশের ভাগ্য একে অপরের সাথে যুক্ত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘ইরানের জন্য এই অঞ্চলের দেশগুলোতে যে কোনো অস্থিতিশীলতা সংক্রামক এবং ইরানের যেকোনো অস্থিতিশীলতা এই অঞ্চলের দেশগুলোর জন্য সংক্রামক হতে পারে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এখন পর্যন্ত কৌশলগত ধৈর্য অবলম্বন করেছে তবে এটি গ্যারান্টি দিতে পারে না, তারা এই কৌশলগত ধৈর্য বেশি দিন বজায় রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ